৮০ বছরের বৃদ্ধ যখন ধর্ষক!!

বরগুনায় আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৮০ বছরের এক বৃদ্ধকে দু’মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।
স্থানীয় অধিবাসী ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরগুনার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের নিজ বাসা থেকে বদরখালী ইউনিয়নের চালিতাতলা গ্রামে তার দাদা বাড়ি যাচ্ছিল ওই শিশুটি। পথিমধ্যে তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় মো. আবদুর রশীদ আকন (৮০)। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী ইউনিয়র পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। অভিযুক্ত আবদুর রশীদ আকন চালিতাতলা গ্রামের একজন মুদী দোকানী। নির্যাতনের শিকার শিশুটি দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
বুধবার দুপুরে ভুক্তভোগী শিশু, তার পরিবার এবং অভিযুক্ত মো. আবদুর রশীদ আকনকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মো. আবদুর রশীদ আকনকে দুই মাসের বিনাশ্রম কারাদ-ের এ রায় দেয়া হয়েছে।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *