ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত বিএসএমএমইউতে আনা হয়। সারারাত তাকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়।
আজ বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে হৃৎপিন্ডের সমস্যা ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল ব্যানার্জীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। বুধবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য্য, গত ১০ মে কাশিমপুর কারাগারে মাথাঘুরে বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন তিনি। সেসময় ৬৯ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদকে উন্নত চিকিৎসার জন্য কারাকর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি