ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্যে করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘যেহেতু আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন, ফলে আন্দোলনের সময় যেসব গাড়ি পোড়ানো ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সেসবের দায়িত্ব আপনাদের নিতে হবে।’
বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা এমন কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।
তিনি জানান, প্রধান বিচারপতি এমন বক্তব্যের পর আমি জবাবে বলেছি-দেশনেত্রী (খালেদা জিয়া) বার বার বলেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে। আমাদের মহাসচিবের তরফ থেকেও এমন কোনো বক্তব্য নেই যে, কোনো রকম উস্কানি দিয়েছেন। তার (ফখরুল) বিরুদ্ধে একমাত্র অভিযোগ উস্কানি দেওয়া। রাষ্ট্রপক্ষও বলেছে তার উস্কানির কথা। বিষয়টি এখন বিচারে আছে। বিচারে প্রমাণ হলে তখন দেখা যাবে।
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, ফখরুল সাহেব জামিনের দরখাস্ত দিয়েছিলেন। হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। আমরা তার বিরুদ্ধে আপিল করেছি। আজ আপিল বিভাগে শুনানি হয়েছে’।
শুনানিতে বলেছি, কোনো রাজনৈতিক প্রোগ্রামের যদি ঘোষণা দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে যদি ধংসাত্মক কাজ হয় বা কাউকে হত্যা করা হয়, সম্পত্তি ধ্বংস করা হয় সে ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন তারা দায় থেকে অব্যাহতি পেতে পারেন না।’
উল্লেখ্য, পল্টন থানার দায়ের করা তিন মামলায় ফখরুলকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী রবিবার আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দিবেন।