ঢাকা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার যুব কল্যান পরিষদের ইফতার মহফিল অনুষ্ঠিত

গতকাল ঢাকার একটি স্থানীয় হোটেলে ঢাকা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার যুব কল্যান পরিষদের আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব আব্দুল রাজ্জাক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আরেফিন ।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার যুব কল্যান পরিষদের সাধারন সম্পাদক জনাব কে, এস, হোসেন টমাস ।
এছাড়াও উপস্থিত ছিলেন- হাজী সফিউদ্দিন, জাহাঙ্গীর হোসেন,রুহুল আমীন খান, হাজী সৈয়দুল আলম, মজিবর রহমান খান, শহিদুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, আব্দুল আলীম রানা, মোঃ ইদ্রিস, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ ।
ইফতার করার পুর্বে দেশ ও দেশবাসীর জন্য এবং সমিতির যেসকল সদস্য ইন্তেকাল করেছে তাদের সকলের জন্য দোয়া করা হয় ।

11667485_1634443236770007_6717978961426923523_n

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.