বাংলাদেশীদের তুলনায় তার চোখের রঙ একেবারেই আলাদা। সাব্বির রহমানের সেই ভয়-ডরহীন সবুজ চোখ বিপক্ষ দলের বোলারদের পাশাপাশি কাঁপন ধরায় নাম না জানা অসংখ্য তরূণীর মনে।
তাদেরই একজন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া বলছেন, ‘বিপিএলের সময় বরিশাল বার্নার্সের একটা খেলার আগে তাঁকে দেখেছিলাম। সেই থেকে ক্রাশ খেয়েছি! তাঁকে দেখলে আমি মনে মনে নব্বইয়ের দশকের প্রেমের গান শুনতে পাই, সঙ্গে স্লো মোশনের স্বপ্ন দেখি!’
হাসতে হাসতে তিনি আরো জানান, ‘আমাকে এখন সবাই সাব্বির রহমানকে নিয়ে খ্যাপায়।’ এই দুষ্টুমি থেকে বাদ যান না সুমাইয়ার বাবাও। তিনিও মাঝে মধ্যে বলে ওঠেন, ‘কিরে, তোর সাব্বির তো চার মেরেই আউট হয়ে গেল!’ সূত্র : অনলাইন
আতিক/প্রবাস