কোনো বিশাল রাজ্যের সুলতান নয়, তার চেয়েও যেন বেশি কিছু। ছবি যখন সালমান খানের ‘সুলতান’, তার চেয়ে বেশি কিছু বলা যেতেই পারে! ২০১৬ সালের ঈদে এই ছবি মুক্তি পাওয়ার কথা ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু পিংকভিলার খবরে মিলল, ছবির নায়িকা কে হবেন—তা এখনো ঠিকঠাক হয়নি।
অবশ্য খবর জানা যাবে কী করে। নির্মাতারা তো এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি। ‘সুলতান’ হচ্ছেন সালমান, অন্য কিছুর হিসাব পরে করলেও চলে! সুতরাং নায়িকা কে হবেন এই ছবির, সে জন্য বাছাইপর্ব চলছে। বলিউডের বাতাসে গুঞ্জন, এখন পর্যন্ত শর্টলিস্টেড হচ্ছেন পরিণীতি চোপড়া এবং কৃতি সানন। ছবির প্রযোজক আদিত্য চোপড়ার ভোট নাকি পরিণীতি চোপড়ার দিকে, অন্যদিকে সালমান খান আবার চান কৃতি সাননকে। সালমানের বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা বলিউডে কৃতির গুরু কী না!
পরিণীতি এখন নিজের বাড়ি নিয়ে ব্যস্ত, জানিয়েছেন হাতে নাকি বেশ কিছু ‘বড়’ কাজ আছে। অন্যদিকে ‘দিলওয়ালে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃতি। দেখা যাক, শেষ পর্যন্ত ‘সুলতান’-এর বেগম কে হন!