বিজিবির গুলিতে দুইজন নিহত

দিনাজপুরের বিরামপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিরামপুর রেলস্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলো শুকুর দফাদারের ছেলে মোহাম্মদ শাহীন (২৫) আবদুর রশীদের ছেলে মোহাম্মদ সুলতান আলী (২৩)। তাদের উভয়ের বাড়ি উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামে। এই ঘটনায় লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে রেলস্টেশন ঘিরে রেখেছে এলাকাবাসী। বিজিবির দাবি নিহতেরা চোরাকারবারী। অন্যদিকে এলাকাবাসী দাবি করেছেন তারা সাধারণ মানুষ। এলাকার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, মৃত শাহীন একজন চায়ের দোকানদার।

বিরামপুর থানার ওসি মোহাম্মদ আমিরুজ্জামান জানান, বিকেল ৫টার দিকে বিরামপুর রেলস্টেশনের পূর্ব পাশে ট্রেনে করে চোরাকারবারিরা ভারতীয় কাপড় নিয়ে যাচ্ছিল। এই খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে মালামালগুলো আটক করে। এসময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বাধা দেয়। এমনকি একজন বিজিবি জওয়ানকে তুলে নিয়ে যাওয়া চেষ্টা করে। পরে আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে দুইজন নিহত হয়। অপরদিকে ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *