ক্ষমতায় টিকে থাকতে বেতন বাড়িয়েছে সরকার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অভিযোগ- ক্ষমতায় টিকে থাকতে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালেও অবৈধ সরকারের নজর নেই সাধারন মানুষের দিকে । তিনি বলেন, মির্জা ফখরুলসহ বিরোধীদলের নেতাদের জামিন না দিলেও সরকারি দলের নেতারা অপরাধ করেও জামিন পেয়ে যাচ্ছেন। যারা বড় বড় কথা বলছে তাদের কোথাও জায়গা হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন।

রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোটসহ বিশদলীয় জোটের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র নির্বাসিত, মানুষের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের উর্ধ্ধগতিতে মানুষের নাভিশ্বাস চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *