তৈরি পোশাকসহ সব রপ্তানি পণ্য ও শিক্ষাখাতে কর কমানোর কয়েকটি সংশোধনী প্রস্তাবসহ সংসদে পাস হয়েছে ২০১৫ সালের অর্থবিল।
নতুন বিলে তৈরি পোশাকের রপ্তানিমূল্যের ওপর উৎসে কর এক শতাংশ কাটার প্রস্তাব কমিয়ে ০.৬ শতাংশ করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ১০ শতাংশ ভ্যাটের প্রস্তাব কমিয়ে ধরা হয়েছে সাড়ে সাত ভাগ। আয়কর কমেছে পোল্ট্রি শিল্প ও মৎস্য শিল্পেও। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেটে বেশকিছু পরিবর্তনের প্রস্তাবনায় সম্মতি দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৎস্য ও পোল্ট্রি শিল্পের ১০ লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত রাখার ঘোষণা দেন। তবে, ২০ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আয় হলে ৫ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি আয়ের জন্য ১০ শতাংশ কর দিতে হবে। পরিবর্তন আনা হয়েছে করদাতাদের ন্যুনতম করের পরিমাণেও। ঢাকা ও চট্টগ্রামের করদাতাদের জন্য ন্যুনতম কর ৫ হাজার টাকার প্রস্তাব বহাল রাখা হয়েছে। তবে, সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় ন্যুনতম পাঁচ হাজার টাকা আয়কর নেয়ার প্রস্তাব কমিয়ে যথাক্রমে চার হাজার ও তিন হাজার টাকা করা হয়েছে।