নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। গুরুতর আহত গৃহবধুকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। এদিকে গৃহবধু নিজেই তার গায়ে আগুন দিয়েছে বলে দাবি শ্বশুর বাড়ির লোকজনের।
বারহাট্টার বড়গাঁও গ্রামের বাসিন্দা দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার জেরে গৃহবধু সঞ্চিতা রাণী পালের এই পরিণতি। তার গায়ে আগুন দিয়েছে দেবর হরি চন্দ্র পাল, এমন অভিযোগ স্থানীয়দের।
তবে, ঘটনার পর হরি চন্দ্র পালকে পুলিশ আটক করলেও,অভিযুক্তের পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে সঞ্চিতা নিজেই তার গায়ে আগুন দেয়।এদিকে আগুনে সঞ্চিতার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক । ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের বিচারের দাবি এলাকাবাসির।