গম খাবারের উপযোগী কি-না ৭২ ঘন্টার মধ্যে জানানোর নির্দেশ!

ব্রাজিল থেকে আমদানি করা গম খাবারের উপযোগী কি-না তার পরীক্ষা করে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ জুন) এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

ব্রাজিল থেকে আমদানি করা গমের মান নিয়ে অভিযোগ ওঠার মুখে রোববার (২৮ জুন) তদন্ত চেয়ে রিট করেন আইনজীবী পাভেল মিয়া।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আগামী ৫ জুলাই আবেদনটি আবার হাইকোর্টের কার্যতালিকায় আসবে।
খাদ্য সচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *