দুর্নীতির অভিযোগ উঠায় সরকারের দুই মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে পদত্যাগ করে নজির সৃষ্টি করার আহবান জানিয়েছে টিআইবি। মঙ্গলবার রাজধানিতে ‘‘সততা সম্পর্কে যুবকদের ধারণা’’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তারা। দুর্নীতি সম্পর্কে যুবকদের ধারণা স্বচ্ছ হলেও পরিস্থিতির কারণে অনেক সময়ই তারা তা মেনে নিচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে এ প্রতিবেদনে।
দুর্নীতি মামলায় সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এখন তার সংসদ সদস্য পদ থাকা না থাকা নিয়ে চলছে বিতর্ক। একই সঙ্গে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি নিয়ে খাদ্য মন্ত্রীর ভূমিকায়ও সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। টিআইবি বলছে এমন পরিস্থিতিতে সুষ্ঠুু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এদিকে দুর্নীতি সম্পর্কে যুবকদের সচেতনতা সন্তোষজনক হলেও পরিস্থিতির কারনে তা মেনে নেয়াকে দুঃখজনক বলছে টিআইবি। দুর্নীতি অনেক দিন ধরে প্রশ্রয় পাওয়ায় এমন পরিস্থিতি বলে মনে করছে তারা।
আগামী প্রজন্মকে সচেতন করতে নৈতিক শিক্ষা দেয়ার পাশাপাশি এ খাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী এ আন্তর্জাতিক সংস্থা।