লতিফ সিদ্দিকীকে আবারো গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে তাঁকে আবার গ্রেপ্তার করার দাবি জানিয়েছে একাধিক ইসলামিক সংগঠন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে সংগঠনের নেতাকর্মীরা ‘স্ব-ঘোষিত মুরতাদ আ. লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে পুনরায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’ লেখা ব্যানার নিয়ে মিছিল বের করেন। পরে আবদুল লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।

এদিকে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল ও তাঁকে পুনরায় গ্রেপ্তারের দাবিতে আজ দুপুরে পুরান ঢাকার লালবাগে মিছিল বের করেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। সংগঠনের নেতাকর্মীরা লতিফ সিদ্দিকীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সাতটি মামলায় জামিন পাওয়ার পর গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া পান আবদুল লতিফ সিদ্দিকী।

গত বছর ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী। সারা দেশে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মোট ২১টি মামলা আমলে নেওয়া হয়। এর আগে মহাজোট সরকারের মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *