আগামী বৃহস্পতিবার (২ জুলাই) লন্ডনে সাংবাদিকদের সাথে বসছেন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এক এগারোর পরিবর্তিত প্রেক্ষাপটে ২০০৮ সালের ১২ই সেপ্টেম্বর তারেক রহমান যুক্তরাজ্যে আসেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও এবারই প্রথমবারের মতো কেবল সাংবাদিকদের সাথে বসছেন তিনি। নানামুখি বাস্তবতায় লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে আনুষ্টানিকভাবে আগে বৈঠকে না বসলেও দেখা-সাক্ষাতে বা বিভিন্ন অনুষ্ঠানে সব সময়ই সাংবাদিকদের খোজ নিতে দেখা গেছে তারেক রহমানকে।
বৃহস্পতিবার পুর্ব লন্ডনে ব্রিকলেনের সোনারগাও রেষ্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্টানে দেশনায়ক তারেক রহমান উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে আলোচনায় অংশ নেবেন।
আতিক/প্রবাস