সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতার কারণে জিম্বাবুয়ে সফর বাতিলের চিন্তাভাবনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত তেমনটা না করলেও জিম্বাবুয়ে সফরের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা।
জিম্বাবুয়ে সফরে ভারতের নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। বিশ্রাম দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়া ও উমেশ যাদবকে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর জিম্বাবুয়ে সফরে গিয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত।
ভারত দল : অজিঙ্কা রাহানে, মুরলি বিজয়, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মনিশ পান্ডে, হরভজন সিং, অক্ষর প্যাটেল, করন শর্মা, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, সন্দীপ শর্মা।