পাকিস্তান লঙ্কানদের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জিতলে সেরা আটে থাকতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির চ্যাম্পিয়ান ট্রফি খেলার সুযোগ হাত ছাড়া হবে তাদের। এ জন্য জিম্বাবুয়ের ও পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোন ওয়ানডে সূচি ছিল না।
৮৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং তালিকায় তাদের অবস্থান আট নম্বরে। ৯ নম্বরে পাকিস্তানের সংগ্রহ ৮৭ পয়েন্ট। ভারতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট পৌঁছে ৯৩-এ। দক্ষিণ আফ্রিকার কাছে সবকটি ম্যাচে বাংলাদেশ হেরে গেলে বিপদ ঘটবে টাইগারদের। অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি খেলার সুযোগ হাত ছাড়া হতে পারে।
কেননা পাকিস্তান-জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াচ্ছে। পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যেকার অনুষ্ঠিতব্য সিরিজ রুপ নিচ্ছে ত্রিদেশীয় সিরিজে। ওয়েস্ট ইন্ডিজে প্রস্তাব দেয়ায় রাজি হয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। রোববার এমন খবর মেলে। এমন সমীক্ষণে ত্রিদেশীয় সিরিজের ফলাফলই ভরসা হতে পারে বাংলাদেশের জন্য।
বাংলাদেশের বৈতরণী পার হওয়ার একটা সুযোগ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা ওয়ানডে ম্যাচে। এখানে হোচট খেলে চ্যাম্পিয়ান ট্রফি খেলা নিয়ে আশা জাগানোর পরেও হতাশাও নেমে আসতে পারে টাইগার শিবিরে।