যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদকে (৫২) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে মহিউদ্দিনের বাড়িতে অতর্কিত ভাবে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। তবে এ সময় অন্য কেউ বাসায় ছিলনা। পরে দুর্বৃত্তরা আলমারিতে থাকা দেড় লক্ষ টাকা ও স্বর্নালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মহিউদ্দিনের চিৎকারে আশপাশের লোক এসে তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়।
চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দিন জানান বলেন, ‘ঘটনাটি রাজনৈতিক নাকি অন্যকোন বিষয় তা তদন্ত না করে এ মুহুর্তে বলা যাচ্ছে না।’
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, ‘যে কারণেই এ ঘটনা ঘটুক কেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত উদঘাটন করতে হবে এবং জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে হবে।’