রাজধানীর পুরান ঢাকায় লালবাগ কেল্লার সীমানা প্রাচীর ভেঙে গাড়ি রাখার জায়গা তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত লালবাগ কেল্লার ভেঙে ফেলা সীমানা প্রাচীরের স্থাপনা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।
আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে রিটটি করেছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি সাংবাদিকদের জানান, ঐতিহাসিক লালবাগ কেল্লা রক্ষায় হাইকোর্ট এর আগেও বিভিন্ন সময়ে আদেশ দিয়েছিলেন। সর্বশেষ লালবাগ কেল্লার সীমান প্রাচীর ভেঙে যা করা করা হচ্ছিল তা প্রত্মতাত্ত্বিক আইনের পরিপন্থী। এ কারণেই রিটটি করা হয়েছিল।