চট্টগ্রামে দেড় হাজার পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ১,৫৩০ পিস ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়া এলাকার হাবিবুর রহমানের স্ত্রী রমজু বেগম ও তার মেয়ে সেতেরা বেগম।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ভোররাতে কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসযোগে এসে মা-মেয়ে নগরীর শাহ আমানত সেতু এলাকায় নামে। এরপর তাদেরকে তল্লাশি করে মা রমজু বেগমের কাছ থেকে ৯০০ পিস ও মেয়ে সেতেরা বেগমের কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *