ঢাকা: বলিউডে সালমান খানের সাফল্য নতুন করে বলার কিছু নেই। সেরার সেরা অভিনেতাদের মধ্যে একজন তিনি। বলিউডে সালমান বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। তবে জানেন কি তিনি এমন কিছু সিনেমার প্রস্তাবে না করেছেন, যে সিনেমাগুলি মুক্তি পাওয়ার পর সুপারহিট হয়েছে।
একবার এক ইন্টারভিউয়ে শাহরুখ খান বলেছিলেন, সালমান খান, আমির খানের ছেড়ে দেওয়া সিনেমায় অভিনয় করে আমি তারকা হয়েছি।
শুনতে অবাক লাগলেও কথাটি শতভাগ সত্যি। অনেকেই জানেন না, ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নেয়া শাহরুখ-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ প্রথমে সালমানকে অফার করা হয়েছিল। তিনি রাজি না হওয়ায় তা শাহরুখকে দেওয়া হয়, বাকিটা ইতিহাস। আসুন জেনে নেয়া যাক, এছাড়া আর কি কি সিনেমা সালমান ছেড়েছেন যা নিয়ে পড়ে হয়তো কপাল চাপড়েছেন তিনি।
কাল হো না হো: শাহরুখের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে চাননি সালমান। পরে সেই ভূমিকাটি দেয়া হয় সাঈফ আলি খানকে।
জোশ: সেই সময়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার প্রেমের গুজব চলছিলো। সেখানে তার ভাইয়ের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। পরে সেই চরিত্রে অভিনয় করেন শাহরুখ।
গজনী: আমির নিজে ‘গজনী’-র জন্য সালমানের নাম সুপারিশ করেন। তবে অজানা কারণে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন সালমান। পরে আমির নিজে এই চরিত্রে অভিনয় করেন।
চাক দে ইন্ডিয়া: সালমানকে মাথায় রেখেই এই সিনেমার গল্প লেখা হয়েছিল। পরে ডেটের সমস্যার কারণে সিনেমাটি শাহরুখকে অফার করা হয়।
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে: শুনতে অবাক লাগছে? যশরাজ ফিল্মসের কাছে হিরো হিসাবে এই সিনেমাতেও প্রথম পছন্দ ছিলেন সালমানই। তবে এখানেও অজানা কারণে পিছিয়ে আসেন সালমান।
বাজিগর: এই সিনেমাটিও প্রথমে সালমানকে অফার করা হয়েছিল। তবে নেগেটিভ চরিত্র থাকায় সম্ভবত পিছিয়ে আসেন সালমান। এই সিনেমা শাহরুখকে বলিউডে প্রতিষ্ঠা দিয়েছে।
শুদ্ধি: ফের একবার ডেট সমস্যার জন্য কারাণ জোহরের আগামী সিনেমা ‘শুদ্ধি’ থেকে পিছিয়ে আসেন সালমান। সেই রোলটি বরুণ ধাওয়ানকে দেয়া হয়েছে।
ফারহান আখতারের সিনেমা: ফারহানের একের পর এক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সালমান। সালমানের বাবা সেলিম খান ও ফারহানের বাবা জাভেদ খানের মধ্যে সম্পর্কের অবনতিই এর প্রধান কারণ বলে মনে করেন অনেকে।
আনন্দ এল রাইয়ের প্রস্তাব: তনু ওয়েডস মনু-র পরিচালক আনন্দ এল রাইয়ের প্রস্তাবও সালমান ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।