ঢাকা: এবার সচিবালয়ে ৩ নম্বর ভবনে তৃতীয় তলায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপনের কক্ষের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
রোববার (২৮ জুন) বিকেল ৩টা ৫০মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এর আগেও বেশ কয়েকবার বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনটি ফায়ার ডিস্টিংগুইজ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মেইন সুইচ বন্ধ করে দেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্য এবং সংবাদকর্মীরা।
এরই মধ্যে পুড়ে যাওয়া বৈদ্যুতিক সরঞ্জামাদি সংস্কার করে নতুন সংযোগ পুনস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।