ঢাকা: ঢাকা জেলার সাভারে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় সাইফুল (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
রোববার (২৮ জুন) ফরেনসিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
স্কুলছাত্রীটির বাবা জানান, কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ধর্ষণ করে তাকে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।