জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রমজান মাসেও মানুষের মনে স্বস্তি নেই। রাস্তা ও ফুটপাথ সব দখল হয়ে গেছে। যানজটে নাভিশ্বাস উঠেছে মানুষের। যেদিকে তাকাই সবদিকেই অন্ধকার। হে আল্লাহ এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দাও। আমাদের ওপর রহমত দাও। রাজধানীর একটি রেস্টুরেন্টে গতকাল জাতীয় মহিলা পার্টি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি। তিনি বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে বেশি শক্তিশালী ও সু-সংগঠিত। আগামী নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় নিতে হবে। তবেই মানুষের প্রত্যাশা পূরণ হবে।
মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে পার্টিতে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম, প্রফেসর মাসুদা রশিদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, অনন্যা হোসেন মৌসুমী।