‘ষড়যন্ত্র’ ঠেকাতে টাইগারদের যা করতে হবে

ঢাকা: ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পাশাপাশি সবচেয়ে বড় অর্জনটা সম্ভবতঃ বাংলাদেশের আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হওয়া।

কিন্তু টাইগারদের এই অর্জন যেন মেনে নিতে পারছে না চিরপ্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে। আর এতে যোগ দিচ্ছে টাইগারদের কাছে সম্প্রতি ‘বাংলাওয়াশ’ হওয়া পাকিস্তান। এই ‘ষড়যন্ত্রে’ তাদের সহযোগী হতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

আগস্টে জিম্বাবুয়েতে তিন ম্যাচ সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এখন পরিকল্পনা করছে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের।

আর সেটা হলে চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের খেলা নানা সমীকরণের মধ্যে আটকে যাচ্ছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ বদলে দিতে পারে আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিং।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে। র‌্যাঙ্কিংয়ে অষ্টম দল হিসেবে শুধু লড়াই হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে। কিন্তু ত্রিদেশীয় এই সিরিজের কারণে এখন বাংলাদেশই পড়ে যেতে পারে অনিশ্চয়তার মধ্যে।

জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে লঙ্কানদের হারাতে পারলে এবং ত্রিদেশীয় সিরিজে ভালো খেললে পাকিস্তান এগিয়ে যাবে। অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে হারলে এবং ত্রিদেশীয় সিরিজে খারাপ খেললে এগিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এই দুটোতেই কপাল পুড়বে টাইগারদের।

আর এমন দোলাচলের মধ্যে থাকতে না চাইলে, বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শুধু একটা ম্যাচ জিতলেই হবে। তখন ত্রিদেশীয় সিরিজ হলেও বাংলাদেশের জন্য সেটা তেমন গুরুত্ব বহন করবে না। কাজে আসবে না কোনো ‘ষড়যন্ত্র’।

অবশ্য আদৌ এই ত্রিদেশী সিরিজ হবে কিনা তা দেখার বিষয়। কারণ পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে তারাই আট নম্বরে চলে আসবে। তখন আর পাকিস্তান টুর্নামেন্ট খেলতে চাইবে না। পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ হারলে ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়ে যাবে। তখন ওয়েস্ট ইন্ডিজ আর টুর্নামেন্ট খেলার ঝুঁকি নিতে চাইবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *