কুয়েত সিটি: কুয়েতের রাজধানী কুয়েত সিটির শিয়াদের একটি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত পঁচিশজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।
শুক্রবার জুমার নামাজের পর কুয়েত সিটির সাওয়াবার জেলার ইমাম আল-সাদিক মসজিদে এ আত্মঘাতী হামলা হয়।
ভিডিও ফুটেজে বেশকিছু লাশ পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া পুরো এলাকা ব্যাপক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হতাহতের সঠিক সংখ্যা আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, আহত অনেকের অবস্থা গুরুতর। মসজিদের পাশের একটি হাসপাতালে গুরুতর আটজনকে ভর্তি করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ওই এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
এর আগে গত ২২ মে জুমার সময় সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়।
এদিকে ইরাক-সিরিয়ার অধ্যুষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
সূত্র: আলজাজিরা