কামরুল হুদার মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: বিএনপির ঢাকা জেলা শাখার সহ-সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের পাঠানো এক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।

খালেদা জিয়া বলেন, কামরুল হুদা একজন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন। সর্বস্তরের মানুষের সঙ্গে তার সদাচরণ, সাধারণ মানুষের প্রতি তার নিবেদিত ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠক এবং স্থানীয় জনগণ একজন নিবেদিত সমাজসেবককে হারালো। পরম করুণাময় আল্লাহ’র দরবারে প্রার্থনা করি, তিনি যেন কামরুল হুদাকে জান্নাতবাসী করেন।

বাণীতে কামরুল হুদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।

প্রসঙ্গত, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার ভাই কামরুল হুদা শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *