ঢাকা: টেস্ট থেকে আগেই সরে দাঁড়িযেছেন। গুঞ্জণ ছিল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর্ন্তজাতিক ক্রিকেটকেও বিদায় বলবেন মাশরাফি বিন মোর্তুজা।কিন্তু পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।২০১৭ সালে যেটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। মাশরাফির চোখ সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে।তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ক্রিকেটকে গুডবাই বলছেন ম্যাশ?
না, এবাপারে পরিস্কার করে কিছু বললেননি,‘ আসলে ক্যারিয়ার নিয়ে এখনই কিছু বলে দেওয়া মুশকিল। আমি ভাবছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। নিজেকে আরো প্রস্তুত করতে হবে। ফিটনেস ধরে রাখতে করতে হবে কঠোর পরিশ্রম।’
ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ভালো বোলিং করেছেন মাশরাফি। দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ক্রিকেট পণ্ডিতদের ধারণা, মাশরাফির অনুপস্থিতি শুণ্যতার সৃষ্টি করতে পারে জাতীয় দলে।
২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। ঐ টুর্নামেন্টে মাশরাফির মতো গুণসম্পন্ন একজন অধিনায়কের দরকার বাংলাদেশের। ২০১৯ সালে মাশরাফির বয়স হবে ৩৫। এই বয়সের পরও অনেকে আর্ন্তজাতিক ক্রিকেট চালিয়ে গেছেন।