শেষ ওয়ানডেতে ভারতের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের। তিনি এ ষড়যন্ত্রের বিচার বিভাগীয় তদন্তও চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিউল আলম প্রধানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে তিনি বলেছেন, বাংলার মানুষ জানতে চায়, এ পরাজয়ে বাধ্য করেছে কারা, নেপথ্যে ষড়যন্ত্র করেছিল কারা।
কারা তাদের প্রভুদের সন্তুষ্ট করতে আমার ক্রিকেট দলকে পরাজয় মেনে নিতে বাধ্য করেছে। আমি অবিলম্বে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। তদন্ত হোক যে কেন কারা এই বাংলাদেশী বাঘদের নিদারুণ পরাজয় বরণে বাধ্য করেছে। ক্রিকেটারদের নিরাপত্তা দেয়ার দাবিও জানিয়েছেন বিশ দলীয় জোটের শরীক দল জাগপার সভাপতি শফিউল। বুধবার ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডেতে হেরে যায় বাংলাদেশ, তবে আগের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা।
আতিক/প্রবাস