দশ খতম কুরআনের সওয়াব লাভের সুরা

পবিত্র রমজান মাসে আপনি যে আমলই করবেন তার সওয়াব পাবেন বহুগুন। তাই ধর্মপ্রাণ মুসলমানেরা এই মাসটিতে নিজেকে উজাড় করে দিয়ে আল্লাহর ইবাদতে মোশগুল থাকেন। ধর্মপ্রাণ মুসলমানদের আমল করার সুবিধার্থে বুখারী শরীফ ও মিশকাত শরীফের ২টি হাদিস উল্লেখ করা হলো-

রাসূলে করীম সা. এরশাদ করেছেন, দুটি বাক্য মুখে উচ্চারণ খুবই সহজ, কিন্তু সেগুলোর আমল মাপের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট খুবই পছন্দনীয়।
“সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম”। (বুখারী)
দশ খতম কুরআনের সওয়াব লাভের সুরা
রাসূল সা. এরশাদ করেছেন, প্রত্যেকটি বস্তুর একটি অন্তঃকরণ থাকে। কুরআন মাজীদের অন্তকরণ হচ্ছে সুরা ইয়াসীন। কোন ব্যক্তি একবার সূরা ইয়াছীন পাঠ করলে, আল্লাহ তা’আলা তার জন্য দশবার পূর্ণ কুরআন শরীফ পাঠ করার ছাওয়াব লিখেন। (মিশকাত শরীফ)

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.