বুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ঢাকা: বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য বর্তমানে দেশের বাইরে তিনি দেশে আসলে বুয়েট খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

জানা যায়, গত দুই দিন ধরে পরীক্ষা পেছানোর দাবিতে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ফলে নিরাপত্তাহীনতার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো বুয়েট কর্তৃপক্ষ।

এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *