ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে বিজিবির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মিয়ানমার যাওয়ার কথা রয়েছে। বিজিবির ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজর আল জাহিদ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘আশা করছি প্রতিনিধি দলের সঙ্গেই আব্দুর রাজ্জাককে দেশে ফিরেয়ে আনা হবে।’
তিনি বলেন, ‘মিয়ানমারের মংদুতে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)র মধ্যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে মিয়ানমারের পক্ষে ১০ সদস্য অংশ নেবে। তারা আমাদেরকে ছয়জন প্রতিনিধির নাম পাঠাতে বলেছে। তাই আমরা বিজিবির ৪২ ব্যাটেলিয়নের (টেকনাফ) অধিনায়ক লে. কর্নেল আবুজর আল জাহিদকে প্রধান করে ৬ সদস্যের প্রতিনিধি দলের নাম পাঠিয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিজিবি প্রতিনিধি দলের সদস্যদের মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।’
বিজিবির ডিজি আরো বলেন, ‘নায়েক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার পর তিনি সুস্থ আছেন বলে আমাদের জানানো হয়। কিন্তু মিয়ানমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুর রাজ্জাকের যে ছবি পোস্ট করেছে সেখানে তার নাকে রক্ত দেখা গেছে। তিনি (আব্দুর রাজ্জাক) ফিরে এলেই এর প্রকৃত কারণ জানা যাবে।’
ডিজি বলেন, ‘কেন তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টা করা হলো, এর প্রতিবাদ জানিয়েছি আমরা।’
এর আগে গত মঙ্গলবার মিয়ানমারে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ নায়েক আব্দুর রাজ্জাককে বিনাশর্তে সসন্মানে তার অস্ত্রসস্ত্রসহ বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে। এরপরই তারা বিজিবির কাছে চিঠি পাঠায় পতাকা বৈঠকের জন্য এবং সেখানে বিজিবির ৬ জন সদস্যকে মিয়ানমারের মংদুতে অনুষ্ঠিতব্য পতাকা বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানায়।’
তিনি বলেন, ‘ঘটনার সময় আমি দেশের বাইরে থাকলেও তা শুনার সাথে সাথে কি ধরনের পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আমার কমান্ডারদের দিক নির্দেশনা দিয়েছি। সেই সাথে কূটনৈতিক চ্যানেলেও তৎপরতা অব্যাহত রাখি। আমাদের সাথে তাদের চুক্তির কথাও বিজিপিকে স্মরণ করিয়ে দেই।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আব্দুর রাজ্জাককে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি।’