ঢাকা: আরও একটি মাইলফলক স্পর্শের পথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে আরও একটি ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।
বুধবার (২৪ জুন) ভারতের সঙ্গে তৃতীয় ও শেষ ম্যাচে সাকিব আল হাসানের অসাধারণ ঘূর্ণিতে পরিষ্কার বোল্ড আউট হন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। নিজের প্রথম ওভারে এসেই বাজিমাত করেন সাকিব।
আর মাত্র ২টি বাজিমাতের অপেক্ষা! বিরাট কোহলিকে আউট করে ওডিআইতে ইতোমধ্যে নিজের ১৯৮তম উইকেট তুলে নিয়েছেন সাকিব। আর ২টি উইকেট পেলেই এ ম্যাচেই হয়ে যেতে পারে তার নতুন ইতিহাস। একজন অল-রাউন্ডার হিসেবে এ কীর্তি বিরলও বটে।
এ মাইলস্টোন স্পর্শের তালিকায় রয়েছেন অধিনায়ক মাশরাফিও। তার উইকেট সংখ্যা বর্তমানে ১৯৫।
এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্পিনার আবদুর রাজ্জাক।