ভারতে ধর্ষণের অভিযোগে কারাবন্দি উবার ক্যাবের চালকের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছে। অস্ত্রের মুখে তার শ্লীলতাহানির অভিযোগে নয়দার এক দোকানমালিককে আটক করেছে পুলিশ।
২০১৪ সালের ৬ ডিসেম্বর দিল্লির বহুজাতিক কোম্পানিতে কর্মরত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে ভাড়ায় চালিত উবার ক্যাবের এক চালকের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দোষী সাব্যস্ত হওয়ার পর আপাতত তিহার জেলে রয়েছে চালক।
স্বামীর কারাদণ্ড হওয়ার পর বাড়ি বদল করতে বাধ্য হন স্ত্রী। পরিচয় গোপন রেখে নয়দার ভাঙ্গেল অঞ্চলে বসবাস শুরু করেন তিনি। এলাকার এক দোকানে ওষুধ কিনতে গিয়ে দোকানমালিক সত্যবীর শর্মার সঙ্গে আলাপ হয় তার। কথায় কথায় তাকে ওই দোকানে চাকরির প্রস্তাব দিয়ে মোবাইল ফোন নম্বর নেন মালিক।
গত ৫ জুন চাকরি সম্পর্কে কথা বলার জন্য ফোন করে ওই নারীকে ডেকে পাঠায় সত্যবীর। দোকানে এলে তাকে নিজের গাড়িতে তুলে ঘুরতে বের হয়। এরপর নয়দার বরৌলা অঞ্চলে একটি বাড়ির ভিতরে নিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে দোকানমালিক। ঘটনার পর থেকে পলাতক।
স্বামীর পরিচয় না দিয়ে গত রোববার নয়দার সেক্টর ৪৯ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নারী। তার মেডিকেল রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে ওষুধ ব্যবসায়ী সত্যবীর শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত সে জেলহাজতে।
আতিক