৭ লাখ ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

ফেনী সদর উপজেলার লালপুর থেকে ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক এএসআইকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

র‌্যাব ৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, ইয়াবাসহ আটককৃত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (৩৫)। তিনি ঢাকায় এসবির এএসআই হিসেবে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়।

গত রাত সাড়ে ১১টার দিকে মাহফুজুর রহমানকে আটক করা হয়।

এ সময় তার ব্যক্তিগত গাড়ি ও গাড়িচালক আলী জাবেদকেও (২৯) আটক করা হয়। জাবেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

র‌্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ বলেন, ‘কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এএসআই মাহফুজ ঢাকা যাচ্ছিলেন। ফেনীতে একটি শিশুকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার গাড়িটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৭ কোটি ২৯ লাখ টাকা। এছাড়াও মাহফুজের গাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা, চারটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড ও ইয়াবা ব্যবসার হিসাবসংবলিত তিনটি নোটবুক জব্দ করা হয়।’

র‌্যাবের দাবি, এএসআই মাহফুজ ইয়াবাপাচারের সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *