ঢাকা: নিউজিল্যান্ডে বিমান চলাচল নিয়ন্ত্রণ পদ্ধতির ত্রুটির কারণে মঙ্গলবার সেখানে সকল বিমান চলাচল বন্ধ রয়েছে। কর্মকর্তারা একথা জানান।
নিউজিল্যান্ডের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের এয়ারওয়েজ নিউজিল্যান্ডের এক নারী মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আজ স্থানীয় সময় বেলা ২টা ৪৮ মিনিটে রাডার অকেজো হয়ে পড়ে। এ মুহূর্তে আমরা রাডার নিয়েই কাজ করছি।’
রাডারে ত্রুটির কারণে সেখানে সকল বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে দেশব্যাপী কোন বিমান ওঠা-নামা করছে না।