মিয়ানমার বাংলাদেশের মানুষের মর্যাদার ওপর আঘাত করেছে

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। অন্যদিকে বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে পরে তার হাতকড়া পড়ানো ছবি প্রকাশ করে মিয়ানমার বাংলাদেশের মানুষের মর্যাদার ওপর আঘাত করেছে। এটা আন্তর্জাতিক আইনের চরম পরিপন্থি।

মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক পলাশী দিবসের ২৫৮তম বার্ষিকী স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, “মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে কোনো যুদ্ধ হয়নি, হয়েছিল যুদ্ধের নামে প্রহসন। পলাশীতে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল শুধু যার যা দায়িত্ব তা পালন না করার কারণে এবং সিরাজ-উদ-দৌলার মন্ত্রিপরিষদ সদস্যদের সীমাহীন লোভ-দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে।”

তিনি আরো বলেন, “পলাশীর মতো আজও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে চলছে ষড়যন্ত্র ও চক্রান্ত। পেশাগত দায়িত্ব পালনের সময় আবদুর রাজ্জাককে বিজিপি অপহরণ করেছে। যেভাবে রক্তাক্ত অবস্থায় তাকে হাতকড়া পরিয়ে শেকল দিয়ে বেঁধে রাখার ছবি মিয়ানমার গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা কেবল অনৈতিকই নয়, প্রচলিত সব আন্তর্জাতিক আইনের পরিপন্থীও। বাংলাদেশের সাথে মিয়ানমারের এই আচরণ পলাশীর পদধ্বনী মাত্র।

ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বিজেপি সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা প্রমুখ।

বক্তারা বলেন, “বিজিবি সদস্য আবদুর রাজ্জাকের মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে সরকারের দেউলিয়াপনা ফুটে উঠেছে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *