ঢাকা: ভারতীয় দলের দুর্দশার পেছনে সবচেয়ে বড় অবদান ১৯ বছর বয়সী এক তরুণ পেসারর—মুস্তাফিজুর রহমান। যার মূল অস্ত্র কাটার ও দুর্বোধ্য স্লোয়ার। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এ বিস্ময় বালক।
ভারতের সঙ্গে প্রথম ম্যাচে বাংলাদেশের তরুণ এ পেসারকে ধাক্কা মারেন মাহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় ম্যাচে সেই ধাক্কারই সমুচিত জবাব দেন মুস্তাফিজ। এতকিছুর পরেও নাকি সেই মুস্তাফিজকে নিয়ে ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা। উদ্দেশ্য ধোনির সান্নিধ্যে নবীন মুস্তাফিজকে অনুপ্রাণিত করা। ধোনির কাছে নাকি মুস্তাফিজের জন্য একটি ব্যাট চেয়েছিলেন মাশরাফি। কিন্তু ধোনি তাকে কোনো ব্যাট উপহার দিয়েছিলেন কিনা সেটা অবশ্য জানা যায়নি।
সোমবার ‘বাংলা বাঘের’ গর্জনের সামনে বিপন্ন ‘ব্র্যান্ড ধোনি’ শিরোনামে পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটি লিখেছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক রাজর্ষি গঙ্গোপাধ্যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে মাহেন্দ্র সিং ধোনির কাছে নাকি মুস্তাফিজুরকে নিয়ে গিয়েছিলেন মাশরফি মর্তুজা। আইপিএল দরজা খোলার সম্ভাবনা ছেলের আছে কি না জানতে। ধোনির কাছে একটা ব্যাটও নাকি চেয়েছেন দেশের এক নবীন প্রতিভাকে উৎসাহিত করতে।
রোববার অন্তত যার খুব একটা প্রয়োজন ছিল বলে মনে হয় না। এমন অবিশ্বাস্য বোলিং স্পেলের পর উৎসাহের নতুন টনিক লাগে নাকি? মন্তব্য রাজর্ষি গঙ্গোপাধ্যায়ের।