বাংলাদেশকে ছোট করে দেখায় হেরেছে ভারত : গাঙ্গুলি

বাংলাদেশের কাছে ভারত সিরিজের প্রথম ওয়ানডে হারের চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। বিশেষকরে ভারতের সাবেক ক্রিকেটাররা এই হার নিয়ে সরব। আগের দিন কিংবদন্তি সুনীল গাভাস্কার বললেন, বাংলাদেশ ভাল খেলেই জিতেছে। এবার আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেলেন, বাংলাদেশকে ছোট করে দেখায় ভারত হেরেছে। তবে পরের ম্যাচে ভারত ঘুরে দাঁড়াবে বলে তার বিশ্বাস। এবং বাংলাদেশের চেয়ে ভারত ভাভ দল বলে মনে করেন তিনি। সৌরভ বলেন, ‘একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভাল খেলবে। সিরিজও জিতবে।’ বাংলাদেশকে মূল্যায়ন করে তিনি বলেন, ‘যারা পাকিস্তানকে পরপর চার ম্যাচে হারিয়েছে, তাদের খাটো করে দেখা উচিত হয়নি। এছাড়া বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। আমার বিশ্বাস, পরের দুই ম্যাচে ওরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরও ভাল ক্রিকেট খেলবে। এখনও মনে করি ভারতই সিরিজে এগিয়ে। তবে বৃষ্টি চিন্তায় রাখবে। পুরো ম্যাচ না হলে কী হবে, বলা কঠিন।’
সৌরভ গাঙ্গুলিমনে করেন, বাংলাদেশের ক্রিকেট-ভাবনায় অনেক উন্নতি হয়েছে। বলেন, ‘ভারত বা অন্য বড় দল দেখলেই এত দিন ওরা ফিল্ডিং ছড়িয়ে দিত। কিন্তু ইদানীং ওরা ইনার সার্কলের মধ্যে যথাসম্ভব বেশি ফিল্ডার রাখছে। এই ভাবনাটাই ওদের আরও আক্রমণাত্মক করে তুলেছে। এর জন্য ওদের বোলিং কোচ হিথ স্ট্রিকের কৃতিত্ব প্রাপ্য।’ পরের দুই ম্যাচে টস জিতে ধোনিকে এগ ব্যাট করার পরামর্শ দিয়ে সৌরভ বলেন, ‘উপমহাদেশের উইকেট পরের দিকে সেøা হয়ে যায়, ব্যাট করে বেশি রান তোলা কঠিন হয়। তাই আগে ব্যাট করে বড় রান তুলে নেয়াই ভাল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *