তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়েছে ভারত। এর মধ্যে মুস্তাফিজুর রহমান একাই নিয়েছেন চারটি উইকেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭৯ রান। ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
রোববার বেলা ৩টায় মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এই খেলা।
খেলতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে দলীয় শূন্য রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা।
এরপর জুটি গড়েন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। দলীয় ৭৪ রানের মাথায় এই জুটি ভাঙ্গেন নাসির হোসেন। ব্যক্তিগত ২৩ রানের মাথায় নাসিরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কোহলি।
এরপর আবারও ভারত শিবিরে আঘাত হানেন নাসির। লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়া হন শিখর ধাওয়ান (৫৩)। দলীয় ১০৯ রানের মাথায় ধাওয়ানের উইকেটের পতন হয়।
দলীয় সংগ্রহে এক রান যুক্ত হতেই ১১০ রানের মাথায় আবার উইকেটের পতন ঘটে। রুবেল হোসেনের হাতে বলে নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে কোন রান না করেই মাঠ ছাড়েন আম্বাতি রাইডু।
এরপর সুরেশ রায়নাকে নিয়ে জুটি গড়েন ধোনি। তবে দলীয় ১৬৩ রানের মাথায় মুস্তাফিজের বলে আবারও উইকেটের পতন ঘটে। মুস্তাফিজের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সুরেশ রায়না। মাঠ ছাড়ার আগে তার সংগ্রহ ছিল ৩৪ রান।
রায়নার পর ধুঁকতে থাকা ভারত শিবিরে জোড়া আঘাত হানেন মুস্তাফিজুর রহমান।
এরই মধ্যে প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ হারলেই সিরিজ শেষ হয়ে যাবে ভারতের।
আর ম্যাচটি জিততে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে দ্বিপক্ষীয় সিরিজে হারানোর স্বাদ পাবে বাংলাদেশ।
আজও চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ভারতীয় ব্যাটসম্যানদের এলোমেলো করে দিতে প্রস্তুত বাংলাদেশের পেসাররা।
ভারতীয় দলে এসেছে তিনটি পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে, উমেশ যাদব এবং মোহিত শর্মা। দলে নতুন যুক্ত হয়েছেন আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল ও ধাওয়াল কুরকারনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও ধাওয়াল কুলকার্নি।