দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ হিসেবে পরিচিত কোপা আমেরিকায় জ্যামাইকার বিরুদ্ধে জয় পেয়েছে আর্জেন্টিনা। ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে কোপা আমেরিকায় আরো এক ধাপ এগিয়ে গেল মেসির দল।
বাংলাদেশ সময় আজ রোববার ভোররাত সাড়ে ৩টায় খেলা শুরু হয়। খেলা শুরুর ১১ মিনিটের মাথায় সতীর্থ ডি মারিয়ার পাস থেকে জ্যামাইকার জালে বল পাঠান আর্জেন্টিনা তারকা হিগুয়েন। এটিই খেলার একমাত্র গোল। উত্তেজনাপূর্ণ খেলায় দুদলই বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে।
প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। কিন্তু পরের ম্যাচে ১-০ গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছিল দলটি।
ড্র এবং জয় দুটোতেই অবদান ছিল ফিফার চারবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির। কোপায় আজকের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সি পরে শতবার মাঠে নামার সুযোগ হয় মেসির। যদিও তিনি গোল পাননি, তবু জয় দিয়ে স্মরণীয় হয়ে থাকল সেই ম্যাচ।