ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারত ইচ্ছে করে হেরেছে বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক পেসার সরফরাজ নেওয়াজ।
নেওয়াজ বলছেন, ‘পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না দিতেই ভারত বাংলাদেশের বিপক্ষে ইচ্ছে করে হেরে গেছে।’
পাকিস্তানি চ্যানেল ‘দুনিয়া নিউজ’-এর ‘ইয়ে হ্যায় ক্রিকেট দিওয়াঙ্গি’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থাপিকা বাংলাদেশের এমন জয় সম্পর্কে সরফরাজের মন্তব্য জানতে চান।
তখন ৫৫টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলা সরফরাজ দাবি করেন ‘কয়েক দিন আগে হয়ে যাওয়া দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের ভূমিকাও আছে এই জয়ে!’
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে মাশরাফিরা। রবিবার বেলা তিনটায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।