কাকে, কখন ও কোথায় হত্যা করেছি বোধগম্য নয় : মুজাহিদ

ঢাকা : মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাগারে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বলেছেন, কোন বুদ্ধিজীবীকে, কখন এবং কোথায় হত্যা করেছি তা আমার বোধগম্য হচ্ছে না। যে অভিযোগে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ নেই।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের কাছে এমন্তব্য করেছেন বলে শীর্ষ নিউজকে বলেছেন এডভোকেট শিশির মনির।

আপিল বিভাগে মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর আজ শনিবার এডভোকেট শিশির মনির, ব্যারিস্টার নাজেব মুমিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ ও এডভোকেট মশিউল আলমসহ ৫ জন আইনজীবী তার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম সাক্ষাৎ করেন। বেলা ১১ টা ২৫ মিনিট থেকে ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত তারা মুজাহিদের সঙ্গে মামলার পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।

শিশির মনির জানান, মুজাহিদ সাহেব রিভিউ করার সিদ্ধান্তের কথা আমাদেরকে জানিয়েছেন। রায়ের কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি রিভিউ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.