নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, দেশের নাগরিকদের অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড আগামী ২-৩ মাসের মধ্যে দেওয়া সম্ভব। বর্তমানে জায়গা সংকটের কারণে স্মার্ট কার্ডের যাবতীয় কাজ করতে বিলম্ব হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মার্ট কার্ড কার্যক্রমের জন্য জায়গা চেয়েছি।
বুধবার দুপুরে শহরের ষোলঘর এলাকায় নতুন জায়গায় চাঁদপুর জেলা নির্বাচন অফিসের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার শাহনেয়াজ বলেন, বর্তমানে যে কার্ড আছে তা খুব সহজেই নকল করা যাচ্ছে। আগামীতে যেই স্মার্ট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তা আধুনিক। এই কার্ড নকল করা যাবে না।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে পৌর নির্বাচন এবং আগামী বছরের প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে