ঢাকা: গত বিশ্বকাপের স্মৃতিটাই নতুন করে যেন ফিরে আসল। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে জয় দিয়ে সেমিতে উঠেছিল ব্রাজিল, তবে কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার আঘাতে বিশ্বকাপ শেষ হয়েছিল নেইমারের। বছরখানেক পর কোপা আমেরিকা ফুটবলে গ্রুপ পর্বেই মুখোমুখি ব্রাজিল-কলম্বিয়া। যেখানে জয় নয়, হেরে গেছে ব্রাজিল। বিশ্বকাপের মতো নেইমারও মাঠের বাইরে, তবে এবার জুনিগার আঘাত নয়, রেফারির লাল কার্ড।
আগামী ২১ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনিজুয়েলার সঙ্গে লড়বে ব্রাজিল। এই ম্যাচে নিশ্চিত থাকছেন না নেইমার। সঙ্গে যোগ হতে পারে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে ব্রাজিল ফাইনালে উঠতে পারলে খেলতে পারবেন নেইমার। এর মাঝে বাকি পথটা নেইমারকে ছাড়াই পাড়ি দিতে হবে সেলেকাওদের।
দলের গুরুত্বপূর্ণ তারকা স্ট্রাইকারকে ছাড়া কিভাবে আগাবে ব্রাজিল। ভক্তদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেলেও কোচ দুঙ্গা আত্ববিশ্বাসী। তিনি বলেছেন, ‘নেইমারকে ছাড়া কিভাবে খেলতে হয়, তা শিখতে হবে দলকে’।
৩৬ মিনিটে মুরিলোর একমাত্র গোলে ব্রাজিলকে হারায় কলম্বিয়া। যা বিশ্বকাপের পর প্রথম হার ছিল ব্রাজিলের, দ্বিতীয় মেয়াদে কোচ হিসাবে দায়িত্ব নেয়া দুঙ্গারও। ম্যাচ শেষ তাই মেজাজ ঠিক রাখতে পারেননি নেইমার। বিবাদে জড়িয়ে পড়েন জেইসন মুরিলো ও কার্লোস বাক্কার সঙ্গে। রেফারি সরাসরি লাল কার্ড দেখান নেইমারকে।
ম্যাচ শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দুঙ্গা বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে চিন্তা করার, কিভাবে খেলব আমরা (এদিনই নিশ্চিত হবে নেইমার আসলে কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন)।’ পরক্ষণেই বলেছেন, ‘নেইমারকে ছাড়া সম্প্রতি মেক্সিকোর সঙ্গে ২-০ গোলে জিতেছি। ফলে আমাদের প্রস্তুত হতে হবে।’
দুঙ্গা বলেন, ‘সে (নেইমার) থাকলে ভালো হত। তবে তা সম্ভব নয়। এই অবস্থা থেকে উত্তোরণের পথ বের করতে হবে। সমাধান করতে হবে বিরুপ পরিস্থিতির’।
কলম্বিয়ার সঙ্গে ম্যাচ নিয়েও কথা বলেছেন দুঙ্গা। ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারেননি রেফারি, বলেও অভিযোগ করেছেন তিনি। তার মতে, ‘আসলে ঐ পরিস্থিতির ছবি দেখতে হবে আমাকে। ঐ সময় ভালোমতো দেখতে পারিনি আসলে কী ঘটেছে। তবে যা ঘটেছিল, তা আমাদের নিয়ন্ত্রণে বাইরে ছিল। তবে দুর্ভাগ্যক্রমে রেফারি জানতেন না কিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ করা যায়। তাদের (কলম্বিয়া) ছিল কিছু বেপোরোয়া খেলোয়াড়, গত বিশ্বকাপের মতোই’।