ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নতুন মুখ লিটন কুমার দাস। গত ১০ জুন ফতুল্লায় ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সে ম্যাচে ৪৫ বল মোকাবেলা করে ৪৪ রান করেছিলন তিনি। তার মধ্যে ছিল আটটি চার ও একটি ছয়ের মার।
বৃষ্টিবিঘিœত ওই ম্যাচে ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে সবার প্রশংসা কুড়িয়েছিলেন লিটন দাস। কিন্তু বৃহস্পতিবার মিরপুরে ভারতের বিরুদ্ধে ওডিআই অভিষেকে ভালো করতে পারেননি লিটন। ব্যাটে নেমে ১৩ বল মোকাবেলা করে মাত্র ৮ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।