ঢাকা: সমুদ্রপথে অবৈধভাবে পাচার হওয়া ৬১ বাংলাদেশিকে দেশে ফিরে আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার পর বিজি-১৮৭ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে সোমবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ৪৭ জন বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হয়েছিল।