মৌলভীবজারের শ্রীমঙ্গলে কবরস্থানের জায়গা দখল করতে গিয়ে এলাকাবাসীর গনপ্রতিরোধের মুখে পড়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলীসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষ বাধলে এলাকাবাসীর পিটুনিতে মহসীনসহ দুজন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে একটি গাড়ি।
রাধানগর এলাকায় কবরস্থানের জমি দখল করতে গিয়ে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সৈয়দ লিয়াকত আলী বাড়ি ফিরে গেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এদিকে, উত্তেজিত এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে সৈয়দ লিয়াকত আলীর ব্যবহৃত ভক্সি গাড়িটি (ঢাকা মেট্রো চ-১১-৭২২৯) ভাংচুর করে তার উপর হামলা চালিয়েছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গোরস্তানের ভেতর বিভিন্ন কবরের বেড়া তুলে একটি সাইনবোর্ডও লাগিয়ে দেয় দখলকারীরা। ওখানে লেখা রয়েছে তাপস কুমার দেব ও তপন কুমার দেব, পিতা- মৃত নলিনী কুমার দেব।
রাধানগরের জহুরা বেগম এবং সামসুন নাহার বেগম বলেন, সমাজকল্যাণ মন্ত্রীর ভাই লিয়াকতের নেতৃত্বের একদল সন্ত্রাসী দা, চাইনিজ কুড়াল নিয়ে আমাদের গোরস্তানের জায়গা দখলে আসে। আমাদের সাথে আমাদের এলাকার হিন্দুরাও দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
এদিকে, সৈয়দ লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, আমি দুপক্ষের মরামারির ঘটনা শুনে রাধানগরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তখনই আমার উপর হামলা করে আমার গাড়ি ভাংচুর করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার ওসি আবদুল জলিল বর্তমানে রাধানগরের পরিস্থিতি এখন শান্ত বলে জানিয়েছেন।
আতিক/প্রবাস