বগুড়ায় জামায়াতের মিছিল, শিবিরকর্মী গ্রেফতার

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বগুড়ায় মিছিল করেছে সংগঠনের নেতা-কর্মীরা। সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে আজ বুধবার সারাদেশে হরতাল চলছে। শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে জামায়াত-শিবির। এ সময় কামাল হোসেন নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকালে হরতালের শুরুতে সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া শহরের সাবগ্রাম বন্দরে বিক্ষোভ মিছিল করে জামায়াত। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা দ্বিতীয় বাইপাস সড়ক অবরোধ করে রাখে। এ ছাড়া শহরের ওলি বাজারেও বিক্ষোভ মিছিল করেছে তারা। এদিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান গণমাধ্যমকে জানান, হরতালে এখনও জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব এবং আর্মড ব্যাটালিয়ন পুলিশ মাঠে নামানো হয়েছে। এ ছাড়া শহরের মোড়ে মোড়ে চলছে তল্লাশি। অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে শহরের সেউজগাড়ী মোড় থেকে কামাল হোসেন নামের ওই শিবিরকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *