এবার মহাকাশে পর্নোগ্রাফি!

পর্নোগ্রাফিতে ডুবছে প্রজন্ম, ডুবছে জাতি, ডুবছে গোটা বিশ্ব। প্রযুক্তির সুবাদে হাতে হাতে মোবাইল, ট্যাব, ল্যাপটপের হার্ডডিস্কে জায়গা করে নিচ্ছে দেশভেদে নিষিদ্ধ এ শিল্প। আর নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের কৌ্তুহলকে পুঁজি করে দু’হাতে অর্থ কামাতে উঠেপড়ে লেগেছে পর্নোগ্রাফি নির্মাতারা। কে কত নতুনত্ব দিতে পারে এ ‘আদিম খেলায়’, চলছে তার প্রতিযোগিতা। সেই পথ ধরে এবার মহাকাশে পর্নোগ্রাফি ছবি তৈরির কাজ হাতে নিয়েছে ‘পর্নহাব’। পর্নোগ্রাফি ভিডিও দেখার এই সংস্থা এরইমধ্যে ক্যাম্পেইনও শুরু করে দিয়েছে এর জন্য।

সংস্থাটি বলছে, আর মাত্র বছরখানেকের অপেক্ষা। তার পরেই হাতের নাগালে আসতে চলেছে মহাকাশে তোলা দুনিয়ার প্রথম পর্নোগ্রাফি ছবি।

মহাকাশে গিয়ে এমন একটা ছবির শুটিং তো আর মুখের কথা নয়। সব দিক থেকে আঁটঘাট বেঁধে এগোতে হবে তার জন্য। মানে, একটা বড়সড় খরচের ধাক্কা আছেই। পর্নহাব গুণে-গেঁথে দেখেছে, এমন একটা প্রোজেক্টে সাকুল্যে খরচ হবে ৩৪ লক্ষ মার্কিন ডলার। সেই টাকাটা তোলার জন্যই ইন্টারনেটে একটা বিজ্ঞাপন দিয়েছে তারা ‘সেক্সপ্লোরেশন’ নামে। আর্জি জানিয়েছে, যারা এমন একটা রোমাঞ্চকর ছবি দেখতে চান, তারা ইচ্ছেমতো কিছু টাকা দিয়ে সাহায্য করুন পর্নহাবকে। আপাতত মাসখানেক ধরে এভাবে ছবির জন্য টাকা তুলবে ‘পর্নহাব’।

বিজ্ঞাপনে অবশ্য কাজ হয়েছে। হিসেব বলছে, এখনও পর্যন্ত ১৯৪ জন সাকুল্যে ৪ হাজার ৩০১ মার্কিন ডলার তুলে দিয়েছেন পর্নহাব-এর হাতে।

”এভাবে চলতে থাকলে ২০১৬-র শেষের দিকে ছবিটা বানিয়ে ফেলা যাবে”, ঘোষণা করছে পর্নহাব।

সংস্থাটি জানিয়েছে, মহাকাশে তৈরি এ ছবিতে অভিনয় করবেন বিশ্বের ডাকসাইটে পর্নোতারকা ইভা লোভিয়া। সঙ্গে থাকবেন জনি সিনস্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *