কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমায় মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে বিপ্লব নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যদ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, বুধবার ভোরে বিজিবির একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল। এসময় বিজিপির ট্রলার নিয়ে আসা একদল অস্ত্রধারীকে বাংলাদেশের জলসীমায় একটি ট্রলারে তল্লাশি চালাতে দেখে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় তারা অস্ত্রধারীরা বিজিবির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে সিপাহি বিপ্লব গুলিবিদ্ধ হন।